ইনসাফ আহমেদ পলক :
আজ দুপুরে খুলনার ইস্টার্ণ জুট মিলের বদলী শ্রমিক সেলিম শেখ (৪২) কর্মস্থল থেকে এসে মৌমাছির চাক ভাঙ্গতে গিয়ে মৌমাছির কামড়ে গুরুত্বর আহত হন। আহতবস্থায় সেলিমকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
সেলিমের মৃত্যুর খবর শুনে মশিয়ালী গ্রামে শোকের ছাঁয়া নেমে আসে। মৃতকালে মরহুম সেলিম একপূত্র, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সেলিমকে দাফন করা হবে বলে শোকাহত পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
সেলিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন আলীম জুট মিলের সিবিএ সাধারন সম্পাদক সরদার আব্দুল হামিদ, নবগঠিত থানা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক শেখ জাকারিয়া, সাংবাদিক আবু হামজা বাঁধন (প্রমুখ)